প্রতিবেদন : খুশির হাওয়া সাম্বা ফুটবলমহলে। চোটের কারণে দীর্ঘ ১৬ মাস জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র। অবশেষে দলে ফিরলেন তিনি। বৃহস্পতিবার আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। সেই দলে রয়েছেন নেইমিও।
Read More: মোদীর প্রচেষ্টা বিফলে! শুল্কনীতির হেরফের হবে না- ভারত নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানালেন ট্রাম্প
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলীয় তারকা। নেইমারের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, টিভির সামনে উৎসুক ভঙ্গিমায় বসে আছেন তিনি। টিভিতে তখন দেখা যাচ্ছিল, ব্রাজিল কোচ দোরিভাল দল ঘোষণা করবেন। ২৩ সদস্যের এই দলে ঘোষিত হয় নেইমারের নামও। আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ফিরতে পেরে খুবই আনন্দিত।”
দোরিভাল জানিয়েছেন, ‘‘নেইমার কীসের প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। সে এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলী ওর আছে, সেটা দিয়ে মাঠে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1897947306520944929
পাশাপাশি, কোচের কথায়, ‘‘আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করাও ঠিক হবে না। ওর ওপর যেন সব দায়িত্ব চাপিয়ে না দিই।’’