প্রতিবেদন : ৯৭তম একাডেমি পুরস্কারপ্রদান অনুষ্ঠান আয়োজিত হল লস অ্যাঞ্জেলেসে। সোমবার সমগ্র অনুষ্ঠানটি প্রথমবারের মতো উপস্থাপনা করলেন প্রাক্তন ‘লেট নাইট শো’ সঞ্চালক কোনান ও’ব্রায়ান। এবছরের অস্কার-মঞ্চে উজ্জ্বল শন বেকার পরিচালিত ‘আনোরা’ ছবিটি। সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পাশাপাশি একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে এই ছবি। তার সঙ্গে পাল্লা দিল ‘দ্য ব্রুটালিস্ট’। চলতি বছর ভারতের একমাত্র আশার আলো ছিল প্রিয়াঙ্কা চোপড়া নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অনুজা’। কিন্তু পুরস্কার পেল না সেই ছবি। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে পরাজিত হয়েছে ‘অনুজা’।
এক নজরে দেখা নেওয়া যাক অস্কার ২০২৫ পুরস্কারের তালিকা :
সেরা সিনেমা : আনোরা।
সেরা পরিচালক : শন বেকার (আনোরা)।
সেরা অভিনেতা : আদ্রিয়েঁ ব্রুডি (দ্য ব্রুটালিস্ট)।
সেরা অভিনেত্রী : মাইকি ম্যাডিসন (আনোরা)।
সেরা সহ অভিনেতা : কিয়েরান কালকিন (আ রিয়াল পেইন)।
সেরা সহ অভিনেত্রী : জোয়ি সলদানা (এমিলিয়া প্যারেজ)।
সেরা সিনেম্যাটোগ্রাফি : লল ক্রাউলে (দ্য ব্রুটালিস্ট)।
সেরা মৌলিক চিত্রনাট্য : শন বেকার (আনোরা)।
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য : কনক্লেইভ।
সেরা মৌলিক সুর : ড্যানিয়েল ব্লুমবার্গ (দ্য ব্রুটালিস্ট)।
সেরা সাউন্ড : ডুন পার্ট টু।
সেরা ভিজ্যুয়াল এফেক্ট : ডুন পার্ট টু।
সেরা মৌলিক গান : এল মাল (এমিলিয়া প্যারেজ)।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম : আই এম স্টিল হেয়ার।
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম : দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা।
সেরা সম্পাদনা : আনোরা।
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম : নো আদার ল্যান্ড।
সেরা অ্যানিমেটেড ফিল্ম : ফ্লো।
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস।
সেরা পোশাকশিল্পী : পল টেজওয়েল (উইকড)।
সেরা মেকআপ, হেয়ার স্টাইলিং : দ্য সাবস্ট্যান্স।
সেরা প্রোডাকশন ডিজাইন : উইকড।
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : আই অ্যাম নট আ রোবট।