উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের বুকে গড়ে উঠতে চলেছে চার থেকে পাঁচটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রত্যেকটিই পিপিপি মডেলে গড়ে তোলা হবে। এতে রাজ্যে বিদ্যুতের জোগান বাড়বে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মাস খানেক আগেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ ইউনিট নির্মাণের বরাত পেয়েছে জেএসডব্লিউ গোষ্ঠী।
ইতিমধ্যেই প্রকল্প রূপায়ণের জন্য জমির ব্যবস্থা করেছে রাজ্য। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ২০৩০ সালের মধ্যে জোড়া তাপবিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট গড়ে তুলবে জেএসডব্লিউ গোষ্ঠী। বিদ্যুতের উৎপাদন শুরু হলে তার পুরোটাই ৫ টাকা ৪৫ পয়সা প্রতি ইউনিট দর দিয়ে কিনে নেবে রাজ্য সরকার।
এরই পাশাপাশি সাঁওতালডিহি ও দুর্গাপুরের ডিপিএল-এ দু’টি ৬৬০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং বক্রেশ্বরে আরও দু’টি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে তোলা হবে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিদ্ধান্ত অনুযায়ী, সবক’টি কেন্দ্রই গড়ে তোলা হবে পিপিপি মডেলে।