কলকাতা: বঙ্গ বিজেপি যে নেতৃত্ব খুঁজতে গিয়ে হিমসিম খাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। অভিযোগ উঠেছিল, স্বচ্ছতার সঙ্গে সাংগঠনিক নির্বাচন হচ্ছিল না। তারপরেই বঙ্গে মণ্ডল ও জেলা সভাপতি নির্বাচন বন্ধ রাখে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। ছাব্বিশেই বিধানসভা নির্বাচন তার আগে দলের এহেন পরিস্থিতি চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির। এবার বাংলায় বিজেপির অন্দরমহলের ভেঙে পড়া সাম্রাজ্যকে সামাল দিতে তৎপর হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বাংলায় দলের মণ্ডল ও জেলা সভাপতি নির্বাচন ফের শুরু করতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। ১৬ ফেব্রুয়ারির মধ্যে মণ্ডল সভাপতি ও ২৫ ফেব্রুয়ারির মধ্যে জেলা সভাপতিদের নাম ঘোষণা করতে হবে। দলীয় বৈঠকের পর রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও সহ পর্যবেক্ষক অমিত মালব্যরা এমনই নির্দেশ দিয়েছেন বঙ্গ বিজেপিকে। তবে জানানো হয়েছে, কোথাও যদি সাংগঠনিক নির্বাচন ঘিরে নতুন করে বিক্ষোভ হয়, তা হলে সেখানে নাম ঘোষণা করা যাবে না। কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়টি জানাতে হবে।
উল্লেখ্য, বিভিন্ন জেলা থেকে প্রতি মণ্ডল পিছু সভাপতি করার জন্য তিনজন করে নাম রাজ্যের কাছে পাঠানো হয়েছিল। সে ক্ষেত্রে মণ্ডল পিছু একজনের নাম চূড়ান্ত করেছে রাজ্য কমিটি। মণ্ডল সভাপতি নির্বাচনের কাজ হয়ে গিয়েছে। এরপর জেলা সভাপতি নির্বাচন হবে। তারপর রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপিতে নয়া রাজ্য সভাপতি সর্বসম্মতিক্রমে বাছাইয়ের সম্ভাবনা কম। দলের সকলের কমবেশি পছন্দ রয়েছে বা প্রবল আপত্তি নেই এরকম কাউকেই নয়া রাজ্য সভাপতি হিসাবে নির্বাচন করা হবে। কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে উঁচু থেকে নিচুতলা পর্যন্ত গোষ্ঠীকোন্দল চরমে।