ফতেপুর: ভারতীয় রেলের বিপর্যয়ের ঘটনা বারবার শিরোনামে। এবার উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে আরেকটি মালগাড়ি এসে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এই ভয়াবহ ঘটনার জেরে আহত হয়েছেন ২ ট্রেন চালক। ঘটনার পরে ফের একবার রেলের অব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সিগন্যাল না পেয়ে লানেই দাঁড়িয়েছিল মালগাড়িটি। একই লাইনে একই সময়ে আসে অন্য আরেকটি মাল বোঝাই ট্রেন। দাঁড়িয়ে থালা মালগাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারে ঐ ট্রেন। দুই ট্রেনেরই একাধিক বগি লাইনচ্যুত হয়েছে বলে মিলছে খবর।
এই দুর্ঘটনাটি ঘটেছে ফতেপুরে শুজাতপুর ও রুসালাবাদ স্টেশনের মাঝে ডেডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি)। ওই লাইন দিয়ে শুধুমাত্র মালগাড়িই যাতায়াত করে ফলে অন্য কোনও যাত্রীবাহী ট্রেনের যাতায়াতে কোনও প্রভাব পড়েনি। দুটি মালগাড়ির আহত চালক ও সহ-চালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে দুটি গাড়িরই একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেল পুলিশ ও আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বাজেটে রেলের জন্য বরাদ্দ নতুন চমক এনেছে। কিন্তু তাতেও খুব একটা পার্থক্য কিছু হবে না বলেও মনে করে ওয়াকিবহাল মহল। বারবার লাইনচ্যুত হওয়া ট্রেন বাঁ ট্রেনের এই দুর্ঘটনার সংখ্যা শিরোনামে আসতেই থাকছে। এহেন পরিস্থিতিতে প্রতি বাজেটে রেলের জন্য সুবিধা দেওয়া হলেও তা কোনও প্রভাব ফেলছে না বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনার সংখ্যারও কোনও হেরফের হচ্ছে না। ফের সেই প্রসঙ্গকেই উস্কে দিল মঙ্গলবারের এই ট্রেন দুর্ঘটনা। তবে রেলযাত্রা কি নিরাপদ নয়? সেই প্রশ্ন নিয়েই জল্পনা তুঙ্গে।