নয়াদিল্লি: শনিবার তৃতীয় মেয়াদে মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ। দেশের মধ্যবিত্ত শ্রেণির মুখে হাসি ফোটাতে আয়কর নিয়ে বিশেষ ঘোষণা নজর কেড়েছে সাধারণের। নতুন ঘোষণা অনুযায়ী, বার্ষিক ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। তবে আয়করে ছাড়ের সিদ্ধান্ত আদতে কতখানি উপকারে লাগবে আমজনতার তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
সম্প্রতি আয়করে ছাড় নিয়ে মধ্যবিত্তের আনন্দে জল ঢেলে অনেকেই প্রশ্ন তুলেছেন, আয় নেই যে দেশে সেখানে আয়করে ছাড় একপ্রকার ‘আই ওয়াশ’। নির্মলার এহেন বাজেটকে নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণকেও দেখা গিয়েছে এক্স হ্যান্ডেলে ব্যাঙ্গাত্মক পোস্ট করে আয়করে এই ছাড়ের সিদ্ধান্তকে কটাক্ষ করতে। একদিকে বলা হচ্ছে, আয়করে ছাড় নিয়ে স্বস্তি দেওয়া হল মধ্যবিত্ত শ্রেণিকে। অন্যদিকে, দেশের বেকারত্ব সমস্যার থেকে মুখ ফিরিয়ে রেখেছে কেন্দ্র।
এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির একটা বড় সমস্যা বেকারত্ব। এই সমস্যা দূর করতে ঠিক কোন খাতে কত টাকা বরাদ্দ করল কেন্দ্রের বাজেট? যেখানে অক্টোবর-ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী দেশে ৩৭ মিলিয়ন বেকার, বলা বাহুল্য সেখানে আয়করে ছাড় কৌতুকেরই বিষয়। এই একই প্রসঙ্গ তুলে ব্যাঙ্গ করেছেন প্রশান্ত ভূষণ।
সুপ্রিম আইনজীবী প্রশান্ত ভূষণের এক্স হ্যান্ডেলের পোস্টে দেখা যাচ্ছে, একদিকে সরকার আয়করে ছাড় দিয়ে জনগণকে বলছে ‘তোমাদের আয়করে ছাড় দিলাম, এবার আর কি চাই?’ উত্তরে আমজনতা বলছেন ‘আয়’। ভূষণের এহেন কটাক্ষ যে আদতেই উড়িয়ে দেওয়ার বিষয় নয় তা কিন্তু সাধারণ মানুষও টের পাচ্ছেন। যেখানে আয় শূণ্য, বেকারত্ব গ্রাস করছে দেশকে সে সমাজে আয়করে ছাড় মূল্যহীন হওয়াই স্বাভাবিক বলে মনে করছেন জনগণের একাংশ।