এখন থেকেই আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যের শাসকদল তৃণমূল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর থেকেই মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে বই প্রকাশ করা হচ্ছে। বইটির নাম, ‘দিদি’। বইয়ের নিচে লেখা রয়েছে, ‘”মহিলাদের সাথে মহিলাদের পাশে।’” মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যেসব প্রকল্প এনেছেন, সেসবের উল্লেখ তো থাকছেই, এমনকী কোন প্রকল্প কতজন মহিলা পেয়েছেন তার হিসাবও থাকবে। সামাজিক প্রকল্পগুলিতে কেমন সুবিধা মিলছে, লেখা থাকছে তাও।
উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী–সহ নানা সামাজিক প্রকল্প মহিলাদের জন্য নিয়ে এসেছে রাজ্য। কালক্রমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি। ভোটবাক্সেও মিলেছে তার সুফল। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে সমস্ত নির্বাচনে বিরোধীদের আর প্রভাব পড়েনি রাজ্য রাজনীতিতে। লোকসভা নির্বাচনেও ঘাসফুলের জয়জয়কার দেখা গিয়েছে। সমস্ত উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল। প্রত্যেকটি ভোটেই তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে। নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরই আস্থা রেখেছেন বাংলাবাসী।
