মাঝে মাত্র একদিন। আগামীকাল বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রসঙ্গত, বহু আগেই থেকেই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। তিনি লেখেন, ‘‘রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দু’টি বিষয় সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে গত ৮ নভেম্বর সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কোনও জবাব আসেনি। তাই ৯ নভেম্বর সকাল পর্যন্ত আমরা ফলো আপ করার পর ওই দিন দলের রাজ্যসভা এবং লোকসভার নেতা-সহ পাঁচজনের প্রতিনিধি দল দিল্লী রওনা হয়। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও জাতীয় নির্বাচন কমিশন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেনি। তাই শুধুমাত্র স্মারকলিপি জমা দিয়েই ফিরে আসতে হয়।’’
এখানেই থেমে থাকেননি সাকেত। ‘‘মোদী সরকারের এক মন্ত্রী এসে বাংলার পুলিশকে উর্দিতে চটির লোগো লাগাতে বলছেন। আজ বিকেলে আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার শেষ হচ্ছে। আর এখন ঘুম ভাঙল জাতীয় নির্বাচন কমিশনের? আমরা স্তম্ভিত। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায়? জাতীয় নির্বাচন কমিশনের মনে রাখা উচিত, তাদের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানো। বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে কাজ করা নয়’’, সাফ জানিয়েছেন তিনি।