আজ ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিতে ‘বাপু’কে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী জয়ন্তী তাঁর অহিংসার পথ স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন মমতা।
প্রসঙ্গত, এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। “গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। তাঁর অহিংসা, সততা এবং ঐক্য নিয়ে শিক্ষা আমাদের সকলকে পথ দেখায়। তিনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের উচিত তাঁর সেই শিক্ষা নিয়েই ওই পথ অনুসরণ করা। আমরা সকলে যেন তাঁর অহিংসা এবং সহনশীলতার পথ অনুসরণ করতে পারি। জয় হিন্দ!”, লিখেছেন মুখ্যমন্ত্রী।
