বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাজ্যজুড়ে পরিবহণক্ষেত্রের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এনবিএসটিসির কর্মচারীদের আরও উন্নয়নের দাবি নিয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রতিনিধিরা। সোমবার আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা লিখিত দাবি নিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে যান। দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে-ও উপস্থিত ছিলেন সেখানে।
এদিন মন্ত্রীর সঙ্গে এনবিএসটিসির স্থায়ী ও অস্থায়ী কর্মীদের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ইলেকট্রিক বাস পরিষেবা আরও বাড়ানোর বিষয়েও কথা বলেন তাঁরা। মন্ত্রীও তাঁদের প্রত্যেকটি দাবি এবং প্রস্তাব শোনার পর দ্রুত সেগুলি সমাধান করার কথা দিয়েছেন। এই প্রসঙ্গে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্র যেখানে অসহযোগিতার রাস্তায় হাঁটছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মানুষের পাশে। তাঁর দেখানো পথেই হাঁটছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। শ্রমিক ও কর্মচারীদের উন্নয়নে এগিয়ে চলেছে সংগঠন।” দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতিনির্জল দে বলেন, প্রত্যেকটি দাবি তুলে ধরা হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী।