আজ, শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন আর জি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ঘনঘন উঠল স্লোগান, “আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই।” গত ৯ সেপ্টেম্বর, আর জি কর কাণ্ডের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পালটা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের পাঁচ দাবি মানতে হবে, এই মর্মে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাজ্যকে ডেডলাইন বেঁধে দেন।
দাবিগুলির মধ্যে অন্যতম ছিল – স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, এই তিনজনের পদত্যাগ। এনিয়ে স্বাস্থ্যভবন অভিযানেরও ডাক দেন তাঁরা। সেই মতো ১০ তারিখ করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত সামনে অবস্থান চালিয়ে যান। তাঁদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য। নেয় প্রয়োজনীয় পদক্ষেপও। ১১ দিন পর সমস্ত দাবিদাওয়া মিটে যাওয়ার ফলে সেই অবস্থান বিক্ষোভে ইতি পড়ল। আজ স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে জুনিয়র চিকিৎসকরা প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকেই।