আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর এখনও মেলেনি কোনও সমাধানসূত্র। এবার এই দীর্ঘসূত্রিতা নিয়ে সরব হল তৃণমূল। দ্রুত চার্জশিট পেশের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। কবে চার্জশিট দাখিল করবে সিবিআই? কবে অভিযুক্তদের চেয়ে শুরু হবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সরাসরি প্রশ্ন ডেরেকের। এফআইআর দায়েরের পর পুলিশ তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছিল। তারপর আরজি করে ধর্ষণ-হত্যা মামলার তদন্তভার নেয় সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে নিজেদের হেফাজতে নেয় তারা। এরপর আর কোনও গ্রেফতারি নেই।
উল্লেখ্য, তথ্যপ্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, সঞ্জয় একাই গোটা ঘটনার মূল অভিযুক্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতে সঞ্জয়। ফের ওইদিন শিয়ালদহ আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। এবার সিবিআইকেই কড়া ভাষায় নিশানা করলেন ডেরেক। “আরজি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?”, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি।