Health Department কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সোমবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার তাঁকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর। সন্দীপের বিরুদ্ধে সাসপেনশন এনেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। মঙ্গলবার সন্ধেয় এই সাসপেনশনের নির্দেশিকা জারি করা হয়। ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল) আইন, ১৯৭১-এর ৭(১সি) ধারায় সাসপেন্ড করা হয়েছে সন্দীপকে।
আরও পরুনঃ বিধানসভায় পাশ হল ঐতিহাসিক ‘অপরাজিতা বিল ২০২৪’ – কী কী রয়েছে এর প্রস্তাবে? জেনে নিন
প্রসঙ্গত, মঙ্গলবার আর জি করে আর্থিক অনিয়ম মামলায় ধৃত সন্দীপ-সহ চারজনকে বিশেষ সিবিআই আদালতে পেশ করলে তাদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। সিবিআইয়ের তরফে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করলেও ৮ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। সোমবারই সন্ধ্যায় আর জি কর হাসপাতালের টেন্ডার সংক্রান্ত অনিয়মের তদন্তে টানা ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সন্দীপকে। বিপ্লব সিংহ ও সুমন হাজরা নামের দুই ভেন্ডার ও সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলিকেও গ্রেফতার করে সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। মঙ্গলবার বিকেলে ধৃতদের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আনার সময় সেখানে ছিল কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর কড়া নিরাপত্তা। আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আর্থিক অনিয়মচক্রে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে চায় তারা। সেই তদন্তের স্বার্থে ১০ দিনের হেফাজতের আবেদন জানায় সিবিআই। কিন্তু ৮ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831248300399329541