Karnataka যৌন নিগ্রহের অভিযোগ উঠল আরও এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল কর্ণাটক। দক্ষিণ কন্নড় জেলার একটি থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে বছর ৪৭-এর এক মহিলাকে যৌন নিগ্রহ করেন তিনি। ওই মহিলার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হয়ে একাধিক সেলফি ও ভিডিও ক্যামেরাবন্দি করেন ওই নেতা।
নির্যাতিতার দাবি, ওই বিজেপি নেতা তাঁকে ওই ছবি ও ভিডিওগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তিনি অভিযোগপত্রে লেখেন, একটা সময়ে অভিযুক্ত বিজেপি নেতার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। সমাজমাধ্যমে তাঁকে সমর্থনও করতেন। ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে ডেকেছিলেন বিজেপি নেতা। সেখানেই যৌন নিগ্রহ করেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830960966697128214
ইতিমধ্যেই পুলিশ উক্ত বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা, যৌননিগ্রহ এবং ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে। এর আগে বিজেপিশাসিত মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশেও একাধিক যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। কেরলের কোল্লামের সিপিএম বিধায়কের বিরুদ্ধে মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ হয়। বাংলায় হাসপাতালের জনৈকা আয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার পানিহাটির বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে।