The Child Rights Protection Commission আর জি কর কাণ্ডের পর থেকেই রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। ছড়ানো হচ্ছে নানান ভুয়ো খবর। পাশাপাশি, মুখ্যমন্ত্রী-সহ আরও অনেকের প্রতি কদর্য আক্রমণ তো রয়েছেই। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দিল এক ব্যক্তি! এই মর্মে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওর মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল৷ এই হুমকিকে নোংরা ও নর্দমার রাজনীতি হিসেবে ব্যাখ্যা করেছে ঘাসফুল শিবির। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে জনৈক ব্যক্তি এই রুচিহীন হুমকি দিয়েছে। নাবালিকা কন্যার ধর্ষণকারীকে ১০ কোটি টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হবে বলে ভিডিওতে ঘোষণা করেছে ওই ব্যক্তি।
এরপর এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের তরফে অবিলম্বে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে৷ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডলে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, “ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করো। এর আগেও তোমরা এ-ধরনের নোংরামি করেছ৷ আজ তোমরা লক্ষ্মণরেখা পার করে গেলে। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করো৷
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828340544306585953
নোংরা ও নর্দমার রাজনীতির অংশ হিসেবে যেভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাবালিকা মেয়েকে হুমকি দেওয়া হয়েছে, তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়৷ এখনই এই ঘটনার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।” তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলও৷ “যারা এইভাবে রাজনৈতিক প্রতিপক্ষের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দিতে পারে, তাদের কী বলবেন? প্রতিবাদকারী? অবিলম্বে এই রাক্ষসদের সমাজ থেকে বিতাড়িত করা উচিত সমাজকে কলুষিত করার হাত থেকে বাঁচাতে”, স্পষ্ট জানিয়েছেন তিনি।




