RG Kar গত ৮ আগস্ট গভীর রাতে আর জি কর হাসপাতালে ঘটে যায় এক মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড। সে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সারা রাজ্য। চলছে তদন্ত। সেমিনার রুমে ৯ আগস্ট ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধারের পরে সেখানেই বেশ কিছু মানুষের ভিডিও আজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘এখন খবর’। ওই তরুণীর দেহ নজরে আসার পরেই কীভাবে ওইদিন সেমিনার হলে ঢুকে পড়লেন এত লোক, তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন পুলিশ সঙ্গে সঙ্গে ঘরটি সিল করেনি, সেই প্রশ্নও তোলেন অনেকে। এবার তা নিয়ে অবস্থান পরিষ্কার করল পুলিশ।
প্রসঙ্গত, সোমবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বিভ্রান্তি দূর করে বলেন, ৫১ ফুট জায়গার মধ্যে ৪০ ফুট কর্ডন করা ছিল। বাকি ১১ ফুট প্রয়োজন ছিল না। কর্ডন এরিয়ায় বাইরের কেউ ঢোকেনি। সেমিনার হলে ছিলেন না কোনও বহিরাগত। “একটি ভিডিও প্রকাশ্য আসতেই তথ্য লোপাটের অভিযোগ সামনে আসছে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828338476082684362
কিন্তু বাস্তবটা হল, ৫১ ফুটের ওই সেমিনার রুম। যেখানে দেহ পাওয়া গেছে,তাকে ঘিরে ৪০ ফুট সঙ্গে সঙ্গেই কর্ডন করে দিয়েছিল পুলিশ। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যে ভিড়টা দেখা যাচ্ছে তা বাইরের ১১ ফুটের মধ্যে। তাই তথ্য লোপাটের আশঙ্কা একেবারে অমূলক”, স্পষ্ট জানান ডিসি সেন্ট্রাল।