Nabanna Abhijan আজ, মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নাম করে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই এ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। স্রেফ অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টির উদ্দেশ্যেই সুকৌশলে এমন পদক্ষেপ নিয়েছে গেরুয়াশিবির, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই অভিযানের পিছনে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে রাজনীতির কারবারিদের একাংশ। এবার সেই সম্ভাবনায় পড়ল সিলমোহর। নাকা চেকিং চলাকালীন গাড়িতে করে অস্ত্র পাচারের অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
সোমবার বৈদ্যবাটি দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লী রোডে নাকা তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বৈদ্যবাটি দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লী রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। সেই একটি গাড়িকে আটক করে পুলিশ।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828335897705664847
শুরু হয় তল্লাশি। এরপর চালক গাড়ি ছেড়ে পালায়। তাতে সন্দেহ আরও দানা বাঁধে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় পুলিশ। ধৃতেরা হল নাম শিবনাথ বিশ্বাস (৩৬) , সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০) ,স্বস্তি দাস (৩০) , দীপক সিং( ২৬)। ধৃতরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা। শ্রীরামপুর আদালতে তোলা হয় তাদের।




