DVC গত শনিবার গভীর রাত থেকেই জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ার কারণে বন্যাকবলিত হয়ে পড়েছে বাংলার বিভিন্ন। রবিবার বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন মমতা। “এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে আমার কথা হল। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হল। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। এই জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওঁকে বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যা হচ্ছে। যা ম্যান-মেড। বিষয়টির দিকে নজর রাখতে অনুরোধ করেছি”, এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।

প্রসঙ্গত, পুরো বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন মমতা। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আগামী ৩-৪ দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। শনিবার গভীর রাত থেকেই ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে কেঁপে উঠল ‘গণভবন’! – বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা শেখ হাসিনার, ছাড়লেন দেশ
জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিনই সেখান থেকে এই পরিমাণ জল ছাড়া হয়। ফলে এখানে কোনও বিপদ সংকেত নেই। কিন্তু পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। এদিন ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত জলাধার। স্বাভাবিকভাবেই তা বাড়াচ্ছে উদ্বেগ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820425675775332758
dvc