Olympics মোদী-জমানায় বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। বিভিন্ন সময় ফুটে উঠেছে নানান অব্যবস্থার চিত্র। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ। এর মধ্যেই প্রকাশ্যে এল নতুন তথ্য। যা ঘিরে ফের বিতর্কের সূত্রপাত ঘটল। উল্লেখ্য, সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে ভারতকে পদক এনে দিয়েছেন শুটার স্বপ্নিল কুসালে। ভারতের প্রথম শুটার হিসাবে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। দেশজুড়ে তাঁকে ধন্য ধন্য করছে সবাই। অথচ গত ন’বছর ধরে পদোন্নতি হয়নি ভারতীয় রেলকর্মী স্বপ্নিলের! তাঁর ফাইল আটকে রয়েছে রেলের সদর দফতরে। বৃহস্পতিবার স্বপ্নিল পদক জয়ের পর হঠাৎ তৎপর হয়ে উঠেছেন রেল মন্ত্রকের আধিকারিকরা। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সেই প্রথম সাফল্য পেলেন না স্বপ্নিল। ২০২২ সালে শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। ২০২১ সালে শুটিং বিশ্বকাপে জিতেছিলেন সোনা। ২০২২ সালের এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০১৫ সালে মধ্য রেলে যোগ দিয়েছিলেন স্বপ্নিল। তার পর এক বারও পদোন্নতি হয়নি তাঁর। আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্যের পরও কর্মক্ষেত্রের কর্তাদের হুঁশ ফেরেনি। ‘‘রেলকর্তাদের ব্যবহার এবং মানসিকতায় স্বপ্নিল অত্যন্ত হতাশ। ন’বছর ধরে রেলে চাকরি করছে। এত সাফল্যের পরও ওর কোনও পদোন্নতি হয়নি’’, জানিয়েছেন স্বপ্নিলের কোচ দীপালি দেশপাণ্ডে।
পাশাপাশি, দীপালি বলেছেন, ‘‘অলিম্পিক্সের আগে স্বপ্নিলকে অফিসে যেতে বলা হয়েছিল। পদোন্নতির জন্য নাকি প্যারিস রওনা হওয়ার আগে ওর অফিস করাটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অনুশীলনের ব্যস্ততার জন্য সে সময় ওর পক্ষে অফিস যাওয়া সম্ভব হয়নি।’’ স্বাভাবিকভাবেই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিপাকে রেল কর্তৃপক্ষ। রেলের সহকারী স্পোর্টস অফিসার রঞ্জিত মাহেশ্বরী বলেছেন, ‘‘শুক্রবারের মধ্যে স্বপ্নিলের দ্বিগুণ পদোন্নতি হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘স্বপ্নিলের পদোন্নতি আটকে রয়েছে, এই তথ্য ঠিক নয়। আমরা জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আশা করছি, দু’দিনের মধ্যেই ওর দ্বিগুণ পদোন্নতি হবে।’’ বৃহস্পতিবারই স্বপ্নিলের পদোন্নতির জন্য মধ্য রেল প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। তবে গত ন’বছরে স্বপ্নিলের একটিও পদোন্নতি কেন হয়নি, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি মধ্য রেলের আধিকারিকদের কাছ থেকে। রেলের আধিকারিকদের নিয়ে ক্ষোভ রয়েছে স্বপ্নিলের সহকর্মীদেরও। ‘‘কর্তারা এখন চাপের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্বপ্নিল পদোন্নতি নিয়ে কথা বলতে গেলে সব সময় খারাপ ব্যবহারই পেয়েছে। কর্তাদের ব্যবহার ওকে মানসিক ভাবে আঘাত করত’’, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্বপ্নিলের এক সহকর্মী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819312217658949750
olympics