বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই জঙ্গলমহলের উন্নতিসাধনে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দিয়েছেন শিক্ষাক্ষেত্রে। আগেই জঙ্গলমহলে সাঁওতালি ভাষার মাধ্যমে উচ্চমাধ্যমিক স্তর অবধি পড়াশোনার ব্যবস্থা চালু করেছেন মুখ্যমন্ত্রী। এবার কলেজ স্তরেও শুরু হচ্ছে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠনপাঠন। পুরুলিয়া জেলার লালপুর মহাত্মা গান্ধী কলেজে চলতি বছরেই কলাবিভাগে দুটি এবং বিজ্ঞান বিভাগে একটি মেজর (অনার্স) বিষয়ে পঠনপাঠন চালু হবে। আগামী ৮ আগস্ট থেকে এই তিনটি বিষয়েই ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলা বিভাগে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স থাকছে। এই দুটি বিভাগে আসন ৪০টি করে। বিজ্ঞান বিভাগে অনার্স থাকছে প্রাণীবিদ্যায়। আসন সংখ্যা ১০। কলেজ পরিচালন সমিতির সভাপতি গুরুপদ টুডু বলেন, “জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের বহুদিনের দাবি ছিল স্নাতক স্তরে সাঁওতালি ভাষার মাধ্যমে পঠনপাঠন। মুখ্যমন্ত্রী সেই দাবি পূরণ করেছেন।”
এপ্রসঙ্গে জেলা তৃণমূল তপসিলি উপজাতি সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি বলেন, “চলতি বছরে আমাদের জেলায় ১৬ জন ছাত্রছাত্রী সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাস করেছেন। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও অনেক ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছেন। তাই এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।” জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, রাজ্য উচ্চশিক্ষা দফতর লালপুর মহাত্মা গান্ধী কলেজে সাঁওতালি ভাষায় তিনটি বিষয়ে অনার্স চালু করতে সবুজ সংকেত দিয়েছে। মুখ্যমন্ত্রী চান, জনজাতিগুলি নিজের ভাষাতেই উচ্চশিক্ষা লাভ করুক। সেই মতোই এবার উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরেও সারা জঙ্গলমহলে অলচিকি ভাষায় পঠনপাঠন আরম্ভ হচ্ছে।