চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ৭ লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।ডায়মন্ড হারবারবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃতীয়বার জনপ্রতিনিধি হলে আরও বেশি করে উন্নয়নের কাজে উদ্যোগী হবেন তিনি। সেইমতোই ভোটে জয়লাভের পর কাজের লক্ষ্যে এবার নিজের সংসদীয় কেন্দ্রের দিকে নজর দিলেন অভিষেক। দিল্লীতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরছেন তিনি। আগামী মাসে তিনি আমতলার একটি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বসবেন বলে জানিয়েছে সূত্র। শোনা যাচ্ছে, অভিষেকের তৈরি করা ‘ডায়মন্ড হারবার মডেলে’ নতুন কিছু সংযোজন হতে পারে। সূত্র অনুযায়ী, আগামী ১০ আগস্ট আমতলার একটি প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের আধিকারিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদ অভিষেক। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তার প্রস্ততি।
উল্লেখ্য, এর আগে দুবার সাংসদ হিসেবে এলাকার উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ বহুল প্রশংসিত। বিশেষত ২০২০-২১ সালে মহামারী করোনার সময়ে ব্যাপক সাফল্য অর্জন করেছিল অভিষেকের তৈরি ‘ডায়মন্ড হারবার মডেল’। উপকৃত হয়েছিলেন আমজনতা। এই ডায়মন্ড হারবারকে কেন্দ্র করেই বার্ধক্যভাতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কথা আদায় করেছিলেন অভিষেক। জনতার আস্থা অর্জন করে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। আর তার পরেই নিজের সংসদীয় কেন্দ্রের দিকে নজর দিয়েছেন। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে দিল্লীত ব্যস্ত রয়েছেন অভিষেক। সেখান থেকে ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে। ১০ আগস্ট, শনিবার আমতলার অডিটোরিয়ামে সকলের সঙ্গে বৈঠক করে কাজের খতিয়ান নেবেন তিনি। তার উপর ভিত্তি করে আগামী দিনে আরও কাজের পরিকল্পনা করতে পারেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড, এমনই ইঙ্গিত সূত্রের।