Kavach নরেন্দ্র মোদীর আমলে কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা!। গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের বিভীষিকা এখনও দগদগে দেশবাসীর মনে। এবার হল লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি! মঙ্গলবারের এই দুর্ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ২ জনের। আহত বহু। মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। একের পর এক এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেলমন্ত্রক। ফের বেআব্রু হয়ে পড়েছে রেলের অব্যবস্থা। দুর্ঘটনার পর গভীর শোকপ্রকাশ করে কেন্দ্রকে একহাত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীরাও। ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই এক্সপ্রেসের দুর্ঘটনার কথা উল্লেখ করে মমতার প্রশ্ন, “আমি জানতে চাই, এটাই কী প্রশাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন অব্যাহত। রেলপথে মৃত্যু এবং আহতদের মিছিল লেগেই রয়েছে। আমরা কতদিন ধরে এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার শেষ হবে না?!” সোশাল মিডিয়ার পোস্টের শেষাংশে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।
প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া-মুম্বই এক্সপ্রেসের দুর্ঘটনার পর ফের ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়নে রেলমন্ত্রকের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “রেলে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি করে সরকার। তারপরও দুর্ঘটনা কী ভাবে হচ্ছে? কেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে?” অখিলেশের কটাক্ষ, “এই সরকার একের পর এক প্রশ্নপত্রে ফাঁসের ঘটনায় রেকর্ড করেছে। এবার রেল দুর্ঘটনাতেও রেকর্ড করবে। সরকারের এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে করে দুর্ঘটনা বন্ধ হয়।” কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও। একাধিক রেল দুর্ঘটনাকে কেন্দ্রের লজ্জাজনক উদাসীনতা বলেছেন তিনি। “আজ পর্যন্ত অসংখ্য মৃত্যুর পরেও জবাবদিহি নেই। আমার ধারণা এই ঘটনাও কোনও প্রভাব ফেলবে না। ক্ষতিপূরণ ঘোষণা করে, তদন্তের প্রতিশ্রুতি দিয়ে আরও একটি ইনস্টাগ্রাম রিল বানাতে ব্যস্ত হয়ে পড়বেন তিনি”, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিদ্রূপে বিঁধেছেন প্রিয়াঙ্কা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1818246858130538897
kavach indian railways