আর বেশি দেরি নেই। সামনেই ২১ জুলাই। ইতিমধ্যেই শহিদ দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। জেলা থেকে আসা কর্মীদের দেখভালের জন্য হাওড়া স্টেশনের বাইরের শিবিরের দায়িত্ব সদরের বিধায়কদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। শহিদ দিবসে হাওড়া থেকে রেকর্ড জমায়েতের বার্তা দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্ত্রী অরূপ রায় তত্ত্বাবধানে আয়োজিত এক প্রস্তুতিসভায় এই বার্তাই পৌঁছে দেওয়া হল দলীয় কর্মীদের কাছে।
পাশাপাশি, এদিনের বৈঠকে ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিতে কীভাবে জেলাজুড়ে প্রচার চালানো হবে, তার রূপরেখা তৈরি করা হয়। অরূপ রায় জানান, প্রতিটি এলাকায়, ওয়ার্ডে এবং বুথস্তরে প্রস্তুতিসভা হবে। সর্বত্র হোর্ডিং লাগানো, দেওয়াল লিখন চলবে। সেইসঙ্গে মিছিলও করা হবে। দলের সমস্ত শাখা সংগঠনগুলিকেও পুরোদমে প্রচারে নামতে বলা হয়েছে। জেলা থেকে আসা কর্মীদের দেখভালের জন্য হাওড়া স্টেশনের বাইরের শিবিরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সদরের বিধায়কদের মধ্যে।