রাজ্যজুড়ে জোরকদমে চলছে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া। প্রসঙ্গত, এবছর থেকে কলেজে ভর্তির জন্য চালু হয়েছে অভিন্ন পোর্টাল। তার মাধ্যমে পড়ুয়ারা অনলাইনে পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। রবিবার ছিল ওই পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তির আবেদনের শেষ দিন। প্রচুর পরিমাণ পড়ুয়া আবেদন করেছেন বলে জানা গিয়েছে। রাজ্য উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ভর্তির আবেদনের শেষ দিনে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৩৪ লাখ ৬৪ হাজার ৯১৮ জন রেজিস্টার করেছেন। আর মোট ৫ লক্ষ ২৭ হাজার ৬৭৩টি আবেদন জমা পড়েছে। পর্যালোচনায় উঠে এসেছে, এবার স্নাতক স্তরের একটি আসন পিছু গড়ে তিনজন পড়ুয়া আবেদন করেছেন। কলেজের অধ্যক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসারদের মতে, এই তথ্য যথেষ্ট আশাব্যঞ্জক। এমনকী ভিন রাজ্য থেকে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৯৮ হাজার ৮৯টি। যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলে মনে করছেন তাঁরা। প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ১২ জুলাই। ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ১৮ জুলাই তারিখের মধ্যে। তারপর আসন অনুযায়ী আবার দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে, ৪৬১টি সরাসরি সরকারি কলেজ এবং সরকার পোষিত কলেজ এই পোর্টালের আওতায় আছে। সেখানে ৭২১৭টি কোর্সে ভর্তি হতে পারবেন ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১ জন।
উল্লেখ্য, নামী কলেজগুলিতে আবেদনের হার বেশি। বেথুন, আশুতোষ, সিটি, জয়পুরিয়া–সহ কলকাতার একাধিক কলেজে একটি আসন পিছু ১০ জনের বেশি আবেদন করেছেন। কলকাতার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হওয়ার জন্য। সেখানে মোট আসন সংখ্যার প্রায় ১৯ গুণ আবেদন পড়েছে। এছাড়া দেশের যে কোনও প্রান্তের পড়ুয়া বিনামূল্যে অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছেন। তবে বিদেশি কেউ এই সুযোগ পাবেন না সে কথা আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য উচ্চশিক্ষা দফতর। এমনকী ভর্তি সংক্রান্ত কোনওরকম জিজ্ঞাস্য থাকলে, তার জন্য টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪ খুলেছে রাজ্যের শিক্ষা দফতর। এখন দেখা যাচ্ছে, রাজ্যের প্রায় সাড়ে ৯ লক্ষ আসনের জন্য জমা পড়েছে প্রায় ৩০ লক্ষ আবেদন। একাধিক আবেদন করেছেন একজন পড়ুয়া।