মুকুটে নতুন সাফল্যের পালক যোগ হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের। বিগত ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের তকমা পায় প্রেসিডেন্সি কলেজ। প্রথম মূল্যায়নে অংশ নিয়েও ৩.০৪ সিজিপিএ স্কোর করে ন্যাকের তরফে ‘এ’ গ্রেড পায় প্রেসিডেন্সি। তার পরে আর সেভাবে অংশগ্রহণের খবর নেই। ২০১৬ সালেও ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাভঙ্কিং ফ্রেমওয়ার্কের (এনআইআরএফ) প্রথম ৫০-এর তালিকায় স্থান পায় এই বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই সেই তালিকায় বাদ পড়ে এই প্রতিষ্ঠান। তবে এবার প্রথমবারের (যার জন্য প্রেসিডেন্সি কলেজের দীর্ঘ ইতিহাস এবং গরিমার প্রভাব ছিল বলেই শিক্ষকমহলের একাংশের মত) চেয়েও বেশি নম্বর স্কোর করে ন্যাকের ‘এ’ গ্রেড অর্জন করল তারা।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সেলফ স্টাডি রিপোর্ট জমা দিয়েছিল বিশ্ববিদ্যালয়। তার ভিত্তিতেই পরিদর্শনের পরে ৪-এর মধ্যে ৩.১৩ সিজিপিএ স্কোর দিয়েছে ন্যাক। ১৬ জুন থেকে পাঁচবছর বৈধ থাকবে এই স্কোর। “বিগত পাঁচবছরের মধ্যে ছিল করোনার দু’টি বছরও। সেইসময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তা সত্ত্বেও শিক্ষক, ছাত্র, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের মতো সমস্ত স্তরের নিরন্তর সহযোগিতার কারণেই এই ফল করা সম্ভব হয়েছে”, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার।