এবার বিক্রি হতে চলেছে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অবস্থিত জীবনবিমা নিগমের ঐতিহ্যবাহী বাড়ি! তহবিল বৃদ্ধিতে জীবনবিমা নিগম এই বাড়িটি বেচে দিতে চলেছে বলে জানা গেলেও এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রির খবর অস্বীকার করেছে তারা। যদিও, এলআইসি তাদের বেশ কয়েকটি অতি মূল্যবান সম্পত্তি বেচে ৫০,০৪৩ থেকে ৫৮,৩৮৪ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে বলে এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, জীবনবিমা নিগম হল ভারতের তৃতীয় বৃহত্তম জমিবাড়ির মালিক। দেশজুড়ে বেশ কয়েকটি অতি মূল্যবান বাড়ি বিক্রি করে তহবিল গঠনের কাজ অতি গোপনে একটি অভ্যন্তরীণ ২ সদস্যের টিমকে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের কাছে নাম গোপন রেখে তাঁরা জানিয়েছেন, সম্পত্তি বিক্রির এই প্রক্রিয়া শুরু হবে মুম্বই থেকে। এই তালিকায় কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়িটিও আছে।
ওই বেসরকারি সংবাদ মাধ্যমকে দুই সদস্যের একজন বলেছেন, নিয়মমাফিক বিক্রির প্রক্রিয়া শুরুর আগে যেটা জরুরি সেটা হল এলআইসি-র মালিকাধীন বাড়িগুলির নতুন করে মূল্যায়ন। জীবনবিমার বহু বাড়ি আছে যার এর আগে কোনও বিক্রির রেকর্ড নেই এবং তাদের বাজারমূল্যও জানা নেই। তবে এটুকু বলা যায়, আসলে এগুলির দাম আগের মূল্যায়নের থেকে পাঁচগুণ বেশি হবে। অর্থাৎ, ২.৫-৩ লক্ষ কোটি টাকা।
অন্যদিকে, অভ্যন্তরীণ দলের একজন আরও বলেন, জীবনবিমার হাতে এছাড়াও উত্তরাখণ্ডের মুসৌরির মল রোডের ওপর বিখ্যাত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিল্ডিং রয়েছে। নয়াদিল্লি এবং লখনউয়ের দুটি বাড়িতে দুটি প্রখ্যাত মিডিয়া হাউসের সদর রয়েছে। এরকম ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য বাড়ি রয়েছে, যার যথার্থ মূল্যায়ন কোনওদিনই করা হয়নি। প্রাথমিক কাজ হচ্ছে, এগুলির চলতি বাজারদাম নির্ধারণ করা।