গত বছরের মে থেকে একটানা কয়েক মাস জাতি হিংসার আগুনে জ্বলেছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই দাবি করুক না কেন সেখানে শান্তি ফিরেছে, বাস্তব বলছে এখনও পুরোপুরি শান্ত হয়নি মণিপুর। এই পরিস্থিতিতে তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকারের মন্ত্রক বন্টনের দিনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের স্পষ্ট বার্তা, এবার হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে। অগ্রাধিকার দিতে হবে।
সোমবার নাগপুরে এক সভায় ভাগবত বলেন, ‘মণিপুর এক বছর ধরে শান্তি ফেরার অপেক্ষা করছে। এবার তাকে অগ্রাধিকার দিতে হবে। শান্তি ফেরাতে হবে।’ কেন্দ্রে মোদী সরকারের ক্ষমতায় ফেরার পর মন্ত্রক বন্টনের দিনই আরএসএস প্রধানের এহেন বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গত কয়েকদিনে নতুন করে অশান্ত হয়েছে মণিপুর। সোমবারই মণিপুরের কাংপোকপি জেলায় সকাল সাড়ে দশটা নাগাদ সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের নভয়ে হামলাহয়। নিরাপত্তা কর্মীদের মধ্যে একজন আহত হয়েছেন।