দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য বসেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়রছেন তিনি। যদিও সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান করা হয়েছে তৃণমূলের তরফে, তবে ঘাটাল থেকেই মোদীকে শপথগ্রহণের শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে বিশেষ আর্জি রাখলেন তারকা সাংসদ দেব।
দেব নিজেও এবার সাংসদ পদে হ্যাটট্রিক করেছেন। আর ভোটে জিতেই প্রতিশ্রতিমাফিক রবিবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোমর বেঁধে নেমে পড়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বললেন, “শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা। উনি দেশের প্রধানমন্ত্রী। পদটাকে আমি সম্মান করি। আমি চাই, দেশ যেন সুস্থভাবে চলে। যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য, সেটা যেন আগামী পাঁচ বছর না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে। প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।”
এর পরই ঘাটালের তারকা সাংসদের সংযোজন, “আর বাংলার যে বকেয়া টাকা রয়েছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলো আটকে রাখা হয়েছে, সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয় এবার। মোদিজির কাছে আমার অনুরোধ, রাগ-অভিমান দূরে সরিয়ে একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মতো যেন উনি সেই কাজটা করেন।”