এবারের ভোটে বিজেপির স্লোগান ছিল, ‘অব কি বার ৪০০ পার’। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বিজেপি একাই ৩৭০ পেরিয়ে যাবে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি বিজেপি। এই পরিস্থিতিতে শরিক দলগুলিকে তোয়াজ করেই তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মোদী। এদিকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠার একশো বছরের আগে বিজেপির আসন কমে যাওয়া চিন্তায় ফেলেছে সংগঠনকে।
প্রসঙ্গত, ২০২৫ সালে সঙ্ঘের প্রতিষ্ঠার একশো বছর হবে। তার আগে প্রত্যেক গ্রামে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল সঙ্ঘ। কিন্তু ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে বিজেপির ছয়টি আসন কমে যাওয়ায় সংগঠনের প্রচারের গতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামে-গ্রামে যারা এত দিন বিজেপির হাওয়ায় আরএসএসের সঙ্গে জুড়ে যেতে চাইছিলেন, তাঁরা কি এবার সরে যাচ্ছেন, সঙ্ঘের অন্দরেই সে আশঙ্কা নিয়ে আলোচনা হচ্ছে বলে
সূত্রের খবর। উত্তরবঙ্গের এক সঙ্ঘ নেতার কথায়, ‘আমাদের সারা বছর নানা কর্মসূচি চলে। নতুন করে ভাবার কিছু বিষয় নেই। যে গ্রামগুলিতে সংগঠনের কাজ পৌঁছয়নি আস্তে আস্তে পৌঁছবে। তবে বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে।’