লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা আজ। গণনা চলছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। যাদবপুরের শক্ত মাটিতে এবার পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ বিজেপির। যাদবপুর আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড –
তৃণমূল- সায়নী ঘোষ- প্রথম রাউন্ড ও পোস্টাল ব্যালট মিলিয়ে ১১২০৯
বিজেপি- ড. অনির্বাণ গাঙ্গুলি- প্রথম রাউন্ড ও পোস্টাল ব্যালট মিলিয়ে ৮৯৫৬
সিপিআইএম- সৃজন ভট্টাচার্য- প্রথম রাউন্ড ও পোস্টাল ব্যালট মিলিয়ে ২৮৯৮
আইএসএফ- নূর আলম খান- পিছিয়ে
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় যাদবপুরে। ভোট হয় ১ জুন তারিখে। ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ। ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুরে জয়ী হন মিমি চক্রবর্তী। প্রাপ্ত ভোট ৬ লাখ ৮৭ হাজার ৭৭৩। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির অনুপম হাজরা। তাঁর প্রাপ্ত ভোট ৩ লাখ ৯২ হাজার ৬১০। ২ লাখ ৯৫ হাজারের কিছু বেশি ভোটে জেতেন মিমি চক্রবর্তী। তৃতীয় স্থানে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পান ৩ লাখ ১ হাজার ৫৬০ ভোট।