একাধিক নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা জুন থেকে আধার, ড্রাইভিং লাইসেন্স, এলপিজি সিলিন্ডারের ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নয়া নিয়মকানুন কার্যকর করার কথা ঘোষণা করেছে সড়ক পরিবহণ মন্ত্রক। জুনের শুরু থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স পেতে চাইলে তিনি কোনও বেসরকারি জায়গায় ড্রাইভিং টেস্টে দিতে পারবেন। ওইসব টেস্ট সেন্টারের সরকারি অনুমোদন থাকতে হবে। দুষণ সামাল দিতে নতুন মাস থেকে সারা দেশে ধাপে ধাপে বাতিল করা হবে ৯ লাখ সরকারি যানবাহন। স্পিড লিমিট ভাঙার জন্য জরিমানা ধার্য করা হয়েছে ১০০০ থেকে ২০০০ টাকা। কোনও নাবালক যদি গাড়ি চালিয়ে ধরা পড়ে তা হলে দিতে হবে ২৫,০০০ টাকা জরিমানা। শুধু তাই নয়, ওই নাবালক ২৫ বছর বয়স পর্যন্ত কোনও লাইসেন্স পাবে না। পাশাপাশি বাতিল হয়ে যাবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ড।
পাশাপাশি, আধার কার্ড আপডেট করার চেষ্টা করা যাবে ১৪ই জুন পর্যন্ত। অনলাইনে আধার আপডেট করে নেওয়া যাবে। কিন্তু যদি অফলাইনে ওই কাজ করতে যান তাহলে ৫০ টাকা ফি দিতে হবে। প্রতিমাসে এলপিজি সিলিন্ডারের দাম ঠিক হয়। মে মাসে তেল কোম্পানিগুলি বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। ওই দাম আরও কমবে বলেই অনুমান। তবে হেঁশেলের ১৫ কেজির সিলিন্ডারের দাম কী হয় সেটাই দেখার। পেট্রোল ডিজেলের দামও বদলে যেতে পারে ১লা জুন থেকে। জুন মাসে সারা দেশে মোট ১২ দিন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। আঞ্চলিক ছুটি, ৫টি রবিবার ও ২টি শনিবার রয়েছে এর মধ্যে।