বিজেপি আয়কর দফতরকে জানিয়েছে অন্তত ৫টা জায়গায় হানা দিতে। ৩১শে মে ও ১লা জুন সেই হানা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৪ জুন বাংলা জিতবে আর বিজেপির জমিদাররা ধুয়ে মুছে যাবে। লিখেছেন সাকেত গোখেল।
কিন্তু এবার প্রশ্ন একেবারে দিন উল্লেখ করে দিয়েছে তৃণমূল। ৩১শে মে ও ১লা জুন। অর্থাৎ ভোট হবে ২রা জুন। শেষ দফার ভোট। তার মধ্য়ে সন্দেশখালি, উত্তর- দক্ষিণ কলকাতার মতো গুরুত্বপূর্ণ আসনের ভোটের কথা রয়েছে। সেক্ষেত্রে কোথায় এই আইটি হানা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এনিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা ছড়াচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের অন্দরেও এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
এদিকে এর আগেও তৃণমূলের একাধিক নেতার বাড়িতে ও তৃণমূল ঘনিষ্ঠদের বাড়়িতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে এবার কি ফের হানা দেবে আয়কর দফতরের আধিকারিকরা?