নির্বাচনী আবহে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার সন্ধেয় বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড় থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে, ভাঙড়ের ভোগালি এলাকায়। তবে হতাহতের কোনও খবর জানা যায়নি। তৃণমূলের অভিযোগ, ভোগালি এলাকার স্থানীয় বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে এদিন সন্ধেয় বেশ কয়েকটি বোমা ছোড়ে আইএসএফের দুষ্কৃতীরা। যার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ভাঙড় থানা সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত, আগামী ১লা জুন সপ্তম দফায় রাজ্যের উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাটের সঙ্গে ভোট হবে যাদবপুরেও। যাদবপুর লোকসভার অধীনেই রয়েছে ভাঙড়। যাদবপুরে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। বাম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এরই পাশাপাশি যাদবপুরে প্রার্থী দিয়েছে আইএসএফও। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের হয়ে ভোট লড়ছেন আইনজীবী নূর আলম খান। বিজেপিকে সুবিধে করে দিতে বোমাবাজি করে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ, এমনই অভিযোগ জানিয়েছে ঘাসফুল শিবির।