নির্বাচনী আবহে ফের বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডির জনসভা থেকে মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। কুড়মি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগলেন অভিষেক। “আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না। আপানারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আগে ৫০০ টাকা ছিল, এখন ১০০০ টাকা করা হয়েছে। পুরুলিয়া থেকে ৬ লক্ষ ৬৩ হাজার ১৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তিন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জ্যোতির্ময় সিংহ মাহাতোকে জিজ্ঞাসা করুন, কত টাকা খরচ করেছে! ভোট চাইতে গেলে বিজেপির কাছে রিপোর্ট কার্ড চাইবেন”, সাফ জানালেন তিনি।
পাশাপাশি, জনগণের উদ্দেশে তাঁর বার্তা, “সবাইকে অনুরোধ করব খালি জোড়াফুলে ভোট দিলে হবে না। ওঁরা আপনাদের যে ভাবে ঠকিয়েছে, আপনারা এমন ভাবে জবাব দেবেন, আগামী ৫০ বছর যেন হাড়ে হাড়ে টের পায় বিজেপি। পুরুলিয়া জেলায় বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে ২৯ লক্ষ ৬০ হাজার ৭৩৬ জনকে। প্রতি বছর ২ হাজার ৫৭৪ কোটি টাকা খরচ করে রেশন দিচ্ছে আমাদের সরকার। আগে চাষের জমিতে জল পৌঁছত না। এখন চাষের জমিতে জল পৌঁছেছে, গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়েছে, কৃষক বাজার হয়েছে। তফসিলিবন্ধু চালু হয়েছে। ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্রের দেওয়া দরকার, তা আমাদের সরকার দিয়েছে।” এখানেই থেমে থাকেননি অভিষেক। “স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার হয়েছে। আর বিজেপি কী করেছে? এত বড় শূন্য। আপনার থেকে ভোট নিয়েছে, আর ঠকিয়েছে”, বিজেপিকে একহাত নিয়ে বক্তব্য তাঁর।