বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীতে মনোনয়ন পেশের সময় হাজির থাকার কথা ছিল বিজেপি-সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের। কিন্তু শেষ মুহূর্তে বারাণসী সফর বাতিল করেছেন এনডিএ শরিকদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং ওজনদার নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
সরকারিভাবে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসুস্থ। তাছাড়া সোমবার প্রয়াত হয়েছেন বিহারের প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী। তিনি নীতীশের ছাত্র জীবনের সঙ্গী এবং দীর্ঘদিন তাঁর মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন। মঙ্গলবার তাঁর অন্তেষ্টি সম্পন্ন হবে। কিন্তু নীতীশের পার্টি জনতা দল ইউনাইটেডের একটি অংশের মতে, নীতীশের বারাণসী না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক।
আসলে গতমাসে বিহারের সীতামারির সভায় আচমকাই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে কথা বলেছিলেন নীতীশ। সেই ছবি ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। নীতীশের ‘অধঃপতন’ দেখে ক্ষুব্ধ দলের একাংশ। তার ওপর রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি ওই ছবি দেখিয়ে নীতীশের মুণ্ডপাত করছে। তাই দলের পরামর্শে মোদীর সঙ্গে এক মঞ্চে ওঠা বন্ধ করে দিয়েছেন নীতীশ।
তবে বারাণসীতে মোদীর মনোনয়ন পত্র জমা করার অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার আরও কারণ আছে বলে জেডিইউ সুত্রের খবর। জানা যাচ্ছে মুসলিমদের সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নীতীশ ও তাঁর দল অস্বস্তিতে পড়েছে। বিহারে মুসলিমদের বড় অংশ লালুপ্রসাদের সঙ্গে থাকলেও একাংশ নীতীশের সমর্থক। মোদীর সঙ্গে মাখামাখি করে নীতীশ সেই ভোট হারাতে চান না।