গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েলের ফৌজ। জঙ্গি হামাসকে নিঃশেষ না করে অভিযান শেষ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করে আমেরিকা। আর তার পর থেকেই ইজরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো। তার ছায়া পড়ল ভারতেও। গত কয়েকদিন ধরে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্যালেস্টাইনপন্থী পোস্টার দিয়েছেন ক্যাম্পাসের একাধিক অংশে। তার মধ্যেই জেএনইউতে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
সোমবার জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি আলোচনাসভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় গারসেটিকে। ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মার্কিন রাষ্ট্রদূতের। কিন্তু এর বিরোধিতায় ছাত্র সংসদের তরফে বিবৃতি পেশ করে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘প্যালেস্টাইনের সঙ্গে সংঘাতে আমেরিকা সমর্থন করছে ইজরায়েলকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে এই আচরণ মোটেই খাপ খায় না। আমরা প্যালেস্টাইনের পাশে আছি। নিপীড়ন আর অবিচারমুক্ত দুনিয়া গড়ার দাবি জানাচ্ছি।’ এই বিবৃতির পরেই জানা যায়, জেএনইউতে আসার আমন্ত্রণ আপাতত প্রত্যাখ্যান করেছেন মার্কিন রাষ্ট্রদূত। কেন আচমকা পরিকল্পনা বদল, সেই নিয়ে বিস্তারিত খবর মেলেনি। আগামীদিনে গারসেটি জেএনইউ ক্যাম্পাসে যাবেন কিনা, সেই বিষয়েও মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।