এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে লোকসভা নির্বাচনের মুখে বাংলার জন্য বিরাট পরিমাণ কেরোসিন বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক এপ্রিল মাসের জন্য সব মিলিয়ে ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে। এপ্রিল মাসের মধ্যেই এই কেরোসিন তেল তুলবে রাজ্য।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট জানিয়েছিল বাংলার জন্য কেরোসিন বণ্টন নিয়ে নির্দিষ্ট নীতি নিতে হবে। তবে সেই নীতিকে না মেনেই বরাদ্দ কমিয়ে দেওয়ার জেরে কলকাতা হাইকোর্টে নতুন করে একটি মামলা হয়। সেই মামলার জেরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যতদিন না পর্যন্ত নতুন নীতি তৈরি না হয় ততদিন পর্যন্ত রাজ্য যতটা কেরোসিনের প্রয়োজনীয়তার কথা জানাবে সেই পরিমাণ কেরোসিন বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের নির্দেশের জেরে অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্র। সেই মতো বিপুল পরিমাণ কেরোসিন তেল বরাদ্দ করা হচ্ছে।