রাজ্যের কলকারখানার কথা বলতে গিয়ে তাঁর মুখে উঠে এসেছিল, কালো ধোঁয়ার প্রসঙ্গ। তা নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার তার জবাব ‘রিলে’ দিলেন হুগলির তারকা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ধেয়ে গেল সমালোচনাও।
গত ১৬ মার্চ সিঙ্গুরে প্রচার করতে বেরিয়েছিলেন ‘দিদি নম্বর ওয়ান’। সেখানে তাঁকে হুগলির বন্ধ কারখানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে।’
এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে একাধিক মজার ‘মিম’ ছড়িয়ে পড়ে। কটাক্ষ ধেয়ে আসে তাঁর ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্য ঘিরে। এ বার মিমের জবাব রিলে দিলেন রচনা। ইদের দিন সকালে প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতেই একটি রিল তৈরি করে ফেলেন রচনা।
সেখানে বাসন্তী রঙের পোশাক পরিহিত ‘দিদি নম্বর ওয়ান’-এর পিছনে দেখা যাচ্ছে একটি কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে দিকে আঙুল দেখিয়ে রচনা বলেন, ‘আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি। এটা কিন্তু সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা হল মেশিনের ধোঁয়া!’
তিনি আরও বলেন, ‘আমার রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছিলাম। সেটাই বলেছিলাম। এ বার কী বলবেন? সবাই বলেছিলেন যে, ওটা নাকি বিড়ির ধোঁয়া ছিল। ওটা বিড়ির ধোঁয়া না কারখানায় লাগানো চিমনির ধোঁয়া, সেটা আপনারা বিচার করুন। প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন, আমি কিছুই ভুল বলিনি। ৪ জুনের পর আরও আরও ধোঁয়া দেখবেন।’