ফের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে নজির গড়ল এসএসকেএম হাসপাতাল। এক বছর তিন মাস বয়সী শিশুর জটিল অপারেশন করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। আর তাতেই মিলেছে বিপুল সাড়া। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডায়মন্ডহারবারের বাসিন্দা ওই ছোট্ট শিশু। সূত্রের খবর, ওই শিশুটি খাট থেকে পড়ে গিয়েছিল। প্রথমে কিছু বোঝা যায়নি। পরে দেখা যায় তার বাঁ চোখ ছোট হতে শুরু করেছে। তারপর দেখা যায় গলার কাছে কালো দাগ। মনে হচ্ছিল যেন রক্ত জমাট বেঁধে রয়েছে। পরে একাধিক জায়গায় তাকে দেখানো হয়েছিল। শেষ পর্যন্ত কলকাতার একটি বিখ্যাত শিশু হাসপাতালে দেখানো হয় তাকে। আর তখনই জানা যায়, তার বাঁ দিকের মহাধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরেই সেখান থেকে রক্ত বের হচ্ছে। আর তার জেরে তার মাথায় ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে রক্ত সঞ্চালন।
তবুও হাল ছাড়েননি পিজির চিকিৎসকরা। পরিবারকে জানিয়ে দেওয়া হয়, মাথায় স্বাভাবিক রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছে। ঝুঁকি থাকলেও চেষ্টা করা হবে সবরকম। ওটি টেবিলেই স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সিটিভিএস, ও নিউরো সার্জারির প্রখ্যাত চিকিৎসকরা নেমে পড়েন অপারেশনে। এবার ঠিক করা হয়, ওই ছোট্ট শিশুর মাথা থেকে জমাট রক্ত বের করে ধমনীতে কয়েলিং করা হবে। সেই মতো শুরু হয় কাজ। শেষ পর্যন্ত মিলেছে সাফল্য। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার বড় ও জটিল অপারেশনে সফল হয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। ফলত সরকারি চিকিৎসকদের উপর সাধারণ মানুষের আস্থা যে অনেকটা বাড়ল, তা বলাই বাহুল্য।