গত শনিবারই তিনি জানিয়েছিলেন ইডি হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বার্তা পাঠিয়েছেন যে, ‘আমার ভাইবোনেরা, আমি ভেঙে পড়িনি। আমি শিগগির আপনাদের মাঝে ফিরে আসব। ফের লড়াই শুরু করব। আমার জীবন আপনাদের জন্য, দেশের জন্য সমর্পিত।’ এবার স্বামীর গ্রেফতারি নিয়ে ফের ময়দানে হাজির হলেন কেজরিওয়াল পত্নী সুনীতা। দিল্লিতে আপের সদর দফতরে বুধবার ফের সাংবাদিক বৈঠক করেন তিনি।
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর এই নিয়ে তিনবার মুখ খুললেন সুনীতা। বুধবারও দলীয় দফতরে কেজরিওয়ালের চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনীতা। ফলে জল্পনা ছড়িয়েছে, কেজরিওয়াল যদি এখন জেল থেকে ছাড়া না পান তাহলে সুনীতাই কি দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে দ্বিতীয় রাবড়ি দেবী হতে পারেন৷ উল্লেখ্য, ১৯৯৭ সালে দুর্নীতির মামলায় জেলে যেতে হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। আদালতে আত্মসমর্পণ করার আগে তিনি স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করেন।