বিচারকের চেয়ারে বসে বেফাঁস মন্তব্যের জের। সরিয়ে দেওয়া হল উত্তরপ্রদেশের বরেলির ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা বিচারক রবিকুমার দিবাকরকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, ওই পদে বসে অকারণে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন রবি। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না
জানা গিয়েছে, ২০১০ সালের বরেলি গোষ্ঠী সংঘর্ষ মামলার শুনানি ছিল রবিকুমারের এজলাসে। তাতে ধর্মীয় পরিচয়ের কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেন তিনি। গ্রিক দার্শনিক প্লেটোর সঙ্গেও মুখ্যমন্ত্রীকে একাসনে বসিয়েছিলেন। পাশাপাশি, দেশের গোষ্ঠী সংঘর্ষের জন্য সরাসরি মুসলিমদের দায়ী করেছিলেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেও মুসলিম তোষণেরও অভিযোগ করেন ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা বিচারক। মামলার পর্যবেক্ষণে তিনি এধরনের বিতর্কিত মন্তব্য করায় সোচ্চার হয়ে ওঠেন সমাজকর্মী ও আইনজীবীরা। রবির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র সাফ জানিয়েছেন, রায় ঘোষণার সময় এধরনের মন্তব্যের কোনও প্রয়োজনই নেই।