লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করল মোদী সরকার এবার দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুরু হয়েছে তল্লাশি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সার্চ ওয়ারেন্ট নিয়ে ১২ জন ইডি আধিকারিক প্রবেশ করেছেন কেজরিওয়ালের বাড়ির ভিতরে। উল্লেখ্য, এর আগে দিল্লীর আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। কিন্তু বৃহস্পতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। দিল্লীর আবগারি দুর্নীতিতে গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট নবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি তা এড়িয়ে গিয়েছেন। তবে শেষবার ভারচুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন তিনি। যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি ইডি।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে একাধিক মামলায় ইডির নজরে রয়েছেন কেজরি। আবগারি দুর্নীতি ও দিল্লী জল বোর্ডের দুর্নীতি, উভয় ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। দুই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। দিল্লীর আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। এর আগে দিল্লীর প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি গ্রেফতার হন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে হেফাজতে নেওয়া হয় গত অক্টোবরে। এর পরই তলব করা হয় কেজরিকেও। ২রা নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু তিনি যাননি। আর সেই সময় থেকেই জল্পনা শুরু হয়, এবার ইডির হাতে গ্রেফতার হবেন কেজরি। কিন্তু এখনও পর্যন্ত ইডির ডাক বার বার এড়িয়ে চলেছেন তিনি। এবার তাঁর বাড়িতেই হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবেই সূত্রপাত হয়েছে বিতর্কের।