প্রায় দুয়ারে লোকসভা নির্বাচন। অপেক্ষা কেবল দিনক্ষণ ঘোষণার। ইতিমধ্যেই বাংলায় প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। বৃহস্পতিবার জলপাইগুড়িতে জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার মানুষের টাকা বন্ধ করেছে বিজেপি। বাংলাকে আবাস যোজনার টাকা দেয়নি। এদিকে ৩ হাজার কোটি টাকা খরচ করে রামমন্দির তৈরি করেছে। কিন্তু বহু মানুষকে মাথার ছাদ দিচ্ছে না। বিজেপি নেতারাই বলছে বাংলার টাকা আটকে রেখেছে। আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। একশো দিনের কাজের টাকা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই টাকা আপনারা পেয়েছেন। আপনারা ধূপগুড়ি আমাদের দিয়েছেন। অনেক বাধা পেরিয়ে ধূপগুড়িতে আমরা জিতেছি। এবার ভোটেও নিজের অধিকার বুঝে নেবেন আপনারা”, স্পষ্ট জানান তিনি।
পাশাপাশি। বাংলার প্রাপ্য টাকা, মোদীর গ্যারান্টি নিয়ে এদিন সভামঞ্চ থেকে কটাক্ষ করে অভিষেক বলেন, “আমি এই জেলাগুলিতে যখনই এসেছি আমাকে খালি হাতে ফেরাননি। ধূপগুড়ি উপ নির্বাচনে জিতিয়েছেন। আপনাদের প্রণাম। আমি যখন এসে কথা দিয়েছি। কথা রেখেছি। আমি নবজোয়ার করেছি। মানুষ আমাকে রাস্তায় থামিয়ে বলেছিল লক্ষীর ভাণ্ডার বাড়াতে। ২০১৯ সালে আপনারা নিজেরা ভোট দিতে পেরেছিলেন? সবাই ধর্ম নিয়ে ভোট দিয়েছে। মানুষ চেয়েছে বলে আমরা নেতা। মানুষ চাইলেই হঠিয়ে দিতে পারে। ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট হয়েছে। পঞ্চায়েত ভোটে ১০০ দিনের টাকা পাবেন বলে ভোট দিতে বলেছিলাম, পেয়েছেন।” এখানেই থেমে থাকেননি তিনি। “৫ বছর ধরে বিজেপির সাংসদরা কিছুই করেনি। বিজেপি খালি ভাষণ দেয়। টাকা দিয়েছি বলে আজ বিজ্ঞাপন দিয়েছে। আমি টুইট করে বলেছি, টক শোতে আসার চ্যালেঞ্জ করেছি। আমি বিজেপিকে বলছি, আপনি আবাসের টাকা দিয়েছেন। প্রমাণ থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন।ময়নাগুড়িতে বিজেপি যুব মোর্চার আসার কথা। কেউ আসেনি। কি মোদি বাবু। টাকার হিসাব দিন। শ্বেতপত্র দিন। ১৫ লাখ টাকা করে সবাইকে দেবে বলেছিল কাওকে দিয়েছে?”, মোদী সরকারকে একহাত নিয়ে জানান তৃণমূল সাংসদ।