প্রায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সরগরম দেশের রাজনৈতিক আবহ। এখন অপেক্ষা শুধু দিনক্ষণ ঘোষণার। প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনে জনমত সমীক্ষা চালিয়েছে এবিপি-সি ভোটার। সেই সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ৫টি আসনের মধ্যে তিনটিতে জিতবে ইন্ডিয়া ব্লক। আর বিজেপি জিততে পারে দুটি আসনে। জনমত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, সেখানে ইন্ডিয়া জোট পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। পিডিপি এবং অন্যান্যরা ৭ শতাংশ করে ভোট পেতে পারে। এদিকে জম্মু ও কাশ্মীরের থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম লাদাখে ভোট হবে। বিগত দিনে লাদাখিরা রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে আন্দোলন করেছে। কিন্তু তাও এখানকার ভোটে বিজেপি এগিয়ে থাকতে পারে বলে পূর্বাভাস সমীক্ষায়। লাদাখের একমাত্র আসনে ৪৪ শতাংশ ভোট পেয়ে জিততে পারে বিজেপি। কংগ্রেস এখানে ৪১ শতাংশ ভোট পেতে পারে। বাকিদের ঝুলিতে যেতে পারে ১৫ শতাংশ ভোট।এদিকে জনমত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপি ‘ক্লিন সুইপ’ করতে পারে। এই রাজ্যের ৫টি আসনেই পদ্ম ফুটতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস মাত্র ৩৫ শতাংশ ভোট পেতে পারে এই রাজ্যে। আর বিজেপির ঝুলিতে এই রাজ্য থেকে আসতে পারে ৬৩ শতাংশ ভোট। উত্তর ভারতের আরও এক পাহাড়ি রাজ্য হিমাচলপ্রদেশে এখন কংগ্রেসের সরকার। তবে জনমত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যের ৪টে আসনেই জয়ী হতে পারে পদ্মশিবির।
প্রসঙ্গত, হিমাচলপ্রদেশে প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। আর সেই রাজ্যে সরকারে থাকা কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র ৩৩ শতাংশ ভোট। ২০১৯ সালে রাজস্থানে ২৫টি লোকসভা আসনই বিজেপির ঝুলিতে গিয়েছিল। এবারও তার হেরফের হবে না বলে ইঙ্গিত মিলেছে জনমত সমীক্ষায়। এই রাজ্যে বিজেপি ৬০ শতাংশ ভোট পেতে পারে। আর কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। গুজরাটের আসনের মধ্যে সবকটিতেই পদ্ম ফুটতে পারে। ভোট শতাংশের নিরিখে বিজেপি পেতে পারে ৬৪ শতাংশ আর কংগ্রেস পেতে পারে মাত্র ৩৫ শতাংশ। আর বাম শাসিত কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৫ শতাংশ ভোট। এই রাজ্যের ২০টি আসনের সবকটিতেই কংগ্রেস জিততে পারে বলে দাবি করা হচ্ছে সমীক্ষায়। পাশাপাশি, তামিলনাড়ুতেও শূন্য হাতে ফিরতে হবে পদ্মশিবিরকে। জনমত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যের ৩৯টি আসনের সবকটিতেই জিতবে ডিমএকে-কংগ্রেসের ইন্ডিয়া জোট। এছাড়া সিপিআই, সিপিএম সহ আরও কয়েকটি ছোট ছোট দল এখানে লড়বে ইন্ডিয়া জোটের হয়ে। এই জোটই সবকটি আসনে জিততে পারে বলে দাবি করা হচ্ছে। এদিকে এই রাজ্য থেকে ১১ শতাংশ ভোট পেলেও সব আসনেই বিজেপির পরাজয়ের সম্ভাবনা রয়েছে। যা মাথাব্যথা বাড়াচ্ছে গেরুয়া-নেতৃত্বের।