আপাতত মেঘমুক্ত কলকাতার আকাশ। রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছারাছি, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজকে কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আজ কলকাতার আকাশ মেঘহীন থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ২৮ শতাংশ। গতকাল কোনও বৃষ্টি হয়নি। আজ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে। রবিবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আজ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে।
পাশপাশি, আগামী ১৩ই মার্চ পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর ১৪ তারিখ, বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনও হেরফের ঘটবে না। তবে দক্ষিণবঙ্গে আগামী ৫ দিনে বেলার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। এরপর ১৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি জারি থাকতে পারে বলে পূর্বাভাস আছে। ১৫ এবং ১৬ তারিখ কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বভাস আছে। ওদিকে আগামী ১২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর ১৩ এবং ১৪ মার্চ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে আগামী ৫ দিন উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে রাতের ও বেলার তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন ঘটবে না। এদিকে সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ১১ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর ১২ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থাকতে পারে। আর ১৩ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর ১৪, ১৫ এবং ১৬ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি। এদিকে এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এমনই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।