একদিকে যখন বাংলায় এসে নারী ক্ষমতায়নে তাঁর সরকার কী কী করেছে তা নিয়ে ঢাক পেটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়ে দাবি করছেন, এতে মহিলাদের উন্নতি হবে। তখন বিজেপি শাসিত হরিয়ানায় ফের প্রকাশ্যে নারী নিগ্রহের ঘটনা। সেখানে বন্ধুদের সঙ্গে ক্লাবে সময় কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল এক তরুণীকে। তাঁর অভিযোগ, ক্লাবের বাউন্সারেরা তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেন। এমনকি টেনেহিঁচড়ে ক্লাব থেকে বাইরে বার করে দেন তরুণীকে।
এই ঘটনাটি হরিয়ানার গুরুগ্রামের একটি ক্লাবে ঘটেছে। তরুণীর নাম অদিতি। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা তিনি। তরুণীর অভিযোগ, তিনি বন্ধুদের সঙ্গে গুরুগ্রামের একটি ক্লাবে গিয়েছিলেন। সেখানে যাওয়ার কিছু ক্ষণ পর কয়েক জন বাউন্সার এসে তাঁদের সঙ্গে অকারণে তর্ক শুরু করেন। তরুণীর দাবি, ঘটনার বিরোধিতা করতে গেলে সেখানে উপস্থিত এক মহিলা বাউন্সার তাঁর গায়ে হাত তোলেন। দু’জন মহিলা বাউন্সারের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দু’জন পুরুষ বাউন্সার।