ইতিমধ্যেই প্রাক্তন বিচারপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তমলুকে দেওয়া লিখন শুরু হয়ে গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি প্রার্থী হিসেবে। এরই মাঝে ‘গান্ধী না গডসে?’ প্রশ্নের জবাবে বিতর্ক উসকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর আগে ‘গান্ধী বনাম গডসে’ বিতর্কের জেরে টিকিট হাতছাড়া হয়েছে ভোপালের বিদায়ী বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রজ্ঞার সমালোচনা করেছিলেন। বলেছিলেন, তাঁকে কোনওদিন ক্ষমা করতে পারবেন না তিনি। আর এবার সেই নিয়ে বিতর্ক উসকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘ব়্যাপিড ফায়ার’ প্রশ্ন করা হয়েছিল, ‘গান্ধী না গডসে?’ জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেন, তাতে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরে অস্বস্তিতে পড়তে পারে বিজেপি। এর আগে বিচারপতি পদ থেকে পদত্যাগের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের জেরেও অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে।
‘গান্ধী না গডসে’ প্রশ্নের জবাবে কিছুক্ষণ ভেবে নিয়ে অভিজিৎ গঙ্গোপধ্যয় বলেছিলেন, ‘এই প্রশ্নের জবাব এখন দেব না’। তিনি এই বিষয়ে ‘ভাবতে চান’ বলে জানান। আর এতেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস আক্রমণ শানিয়েছে প্রাক্তন হাই কোর্টের বিচারপতিকে। এদিকে অভিজিৎবাবুর এই ‘বিড়ম্বনার’ জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে বঙ্গ বিজেপিকেও।
কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দেগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, ‘৪ দিন আগে পর্যন্ত যে মানুষটা হাই কোর্টের বিচারপতি ছিলেন, তিনি আজ গান্ধী এবং গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারছেন না? তাহলেই ভাবুন যে কী মানসিকতা নিয়ে এই মানুষটা বিচারপতি থাকাকালীন নিজের রায়দান করেছেন।’