শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। আর কিছুদিন পরেই দেশজুড়ে লোকসভা নির্বাচন। এর মধ্যেই সূত্রপাত হল নয়া বিতর্কের। প্রশ্ন উঠছে, দু’জন কমিশনারকে দিয়েই লোকসভা ভোট হবে? কোরাম পূরণ হবে না?এখনও অবধি তৃতীয় নির্বাচন কমিশনারের নামই ঠিক করতে পারেনি মোদী সরকার। নিয়ম অনুযায়ী, কমিশনে একজন মুখ্য ও দু’জন কমিশনার থাকার কথা। ১৫ই ফেব্রুয়ারি অনুপ পান্ডে অবসর নেওয়া পর থেকেই কমিশনারের একটি পদ ফাঁকা। ৭ই ফেব্রুয়ারি সিলেকশন কমিটির বৈঠক ডেকেও, তা বাতিল করেছেন মোদী।
উল্লেখ্য, এ ঘটনা নজিরবিহীন বলেই অভিহিত করছেন তথ্যাভিজ্ঞমহল। বিরোধীদের প্রশ্ন, কাশ্মীরে কেন ভোট হচ্ছে না? তৃণমূলের রাজ্যসভার মুখসচেতক সুখেন্দুশেখর রায়ও একই প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন তুলছেন, লোকসভার সঙ্গে যদি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, সিকিমে বিধানসভার ভোট হতে পারে, তাহলে জম্মু-কাশ্মীর নয় কেন? মোদী সরকার অবশ্য এ ব্যাপারে চুপ। উদাসীন নির্বাচন কমিশনও। বিগত ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীর সরকারহীন। বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে সেখানে।