এবার সংসদে উপাসনাস্থল আইন তুলে দেওয়ার দাবি তুলল গেরুয়া শিবির। প্রসঙ্গত, সম্প্রতি অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় তৈরি হয়েছে রামমন্দির। আর তারপরই কাশী-মথুরায় জ্ঞানবাপী মন্দির, শাহি ইদগা সরানোর দাবি উঠেছে। অভিযোগ, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মন্দির ভেঙে কাশীতে জ্ঞানবাপী মন্দির তৈরি হয়েছিল। মথুরায় কৃষ্ণের জন্মস্থানে মন্দির ভেঙে ইদগা তৈরি হয়েছিল। এখন সেই মসজিদ, ইদগা সরিয়ে পুজোর দাবি উঠলেও তাতে প্রধান বাধা ১৯৯১ সালের উপাসনা স্থল (বিশেষ ব্যবস্থা) আইন। আর তাই এই আইন তুলে দেওয়ার দাবি তুলেছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কের শুরুর সময় এই আইন তৈরি করে বলা হয়েছিল, কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনই রাখতে হবে। একমাত্র অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশ থেকে বিজেপি সাংসদ হরনাথ সিংহ যাদব দাবি তুলেছেন, এই আইন তুলে দেওয়া হোক। এই আইন বৈষম্যমূলক। এতে অযৌক্তিক ভাবে একটা বছর ঠিক করে দেওয়া হয়েছে, যার পরে আর কিছু বদল করা যাবে না। লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদের এই দাবি থেকেই স্পষ্ট যে মন্দির রাজনীতি করেই ফের ভোট বৈতরণী পেরাতে চাইছে গেরুয়া শিবির।