প্রায় ৪০ বছর ধরে মাইথন জলাধার এলাকায় তাঁরা দোকান চালাচ্ছেন। আচমকাই তাঁদের এলাকা থেকে উঠে যাওয়ার নির্দেশ দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার সেই ব্যবসায়ীরা ডিভিসির মাইথন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে এলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করে সিআইএসএফ। আর তাতেই আহত হন একাধিক ব্যবসায়ী৷ তাঁদের স্থানীয় বিপি নিয়োগী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, মাইথন জলাধার এলাকায় প্রায় ৪০ বছর ধরে প্রায় ৫০-৬০টি দোকান রয়েছে। গত তিনমাস ধরে সেই সব দোকানকে উঠে যাওয়ার বিজ্ঞপ্তি দিচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি, তাঁরা বারবার এ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু বৈঠকেরও অনুমতি দিচ্ছে না ডিভিসি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের প্রাক্তন বাম বিধায়ক অরূপ চ্যাটার্জীর নেতৃত্বে মাইথন ডিভিসি দফতরের সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। অভিযোগ, দফতরের সামনে জমায়েত করতেই লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। আহত হন ৬ ব্যবসায়ী। এরপরই পরিস্থিতি জটিল হয়ে যায়। বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে পাল্টা ইটবৃষ্টি শুরু করে ব্যবসায়ীরা।